শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন

সমস্যা সমাধান– ***কম্পিউটারে CD/DVD ড্রাইভ লাগানো সত্ত্বেও এক্সপ্লোরারে ড্রাইভ আইকন দেখা যায় না কিম্বা CD/DVD সাপোর্ট নেয় না। এমন সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকে windows 7/8 ইন্সটল করার পর দেখা যায় হার্ডডিস্ক দেখা গেলেও CD/DVD ড্রাইভ আইকন দেখা যায় না। আবার অনেকের এই সমস্যা নানা কারণে ঘটে থাকে। CD/DVD ড্রাইভ লাগানো থাকলেও DVD সাপোর্ট বা, আসে না। ফলে এই বিপদ থেকে বাঁচার জন্য নতুন উইন্ডোজ দেওয়ার একটি মাত্র রাস্তাও বন্ধ হয়ে যায়। এতে দারুণ ফ্যাসাদে পড়ে যায় অনেকে! আর এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব ছোট্ট কিছু কাজ সারার মাধ্যমেই!*** পদ্ধতি- ~হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ উদ্ধার করুন নিচের স্টেপগুলোর মাধ্যমে~ প্রথমে আমাদের Command (cmd) রান করাতে হবে Admin হিসাবে অর্থাৎ ”Run as Adminstrator” করে। 1.Windows 7 এর ক্ষেত্রে— cmd-1 উপরের ছবির মত স্টার্টমেনু থেকে cmd সার্চ দিয়ে Command Prompt টা ‘run as administrator’ হিসাবে চালু করুন। 2.Windows 8 এর ক্ষেত্রে— cmd-1 (2) উপরের ছবির মত টাস্কবারের ডানে স্টার্ট স্ক্রীনের উপর ডান ক্লিক করে Command Prompt (Admin) ওপেন করুন। Command Prompt (Admin) ওপেন করার পর নিচের লাইনটি কপি করে সেখানে বসান– reg.exe add “HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0″ /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001 DVD-Drive-NotDetected উপরের ছবির মত লাইনটি বসানোর পর অপারেশন সাক্সেস দেখতে পাবেন। এখন cmd ক্লোজ করুন এবং PC রিস্টার্ট দিন। এখন উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভটা এক্সপ্লোরারে দেখতে পারবেন। ব্যাস! আপনার দুশ্চিন্তার সমাধান হয়ে গেল। :roll: আজকের পদ্ধতির মাধ্যমে আশা করছি, অসহায়দের কাজের সমাধান হয়ে যাবে। যদি কেউ উপরের সমাধান অনুযায়ী সফলতা না পান, তাহলে চিন্তা করার কোন কারণ নেই। ড্রাইভের বিভিন্ন সমস্যার বিভিন্ন সমাধান আছে, আর বাকি ২টা পোস্ট তো আছেই! :P পোস্টের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।এবং আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো, সেটাও মন্তব্য করে বলবেন। ধন্যবাদ। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।। আপনাদের জন্য শুভ কামনা রইলো। —–ভালো থাকুন – সুস্থ থাকুন—— ————আল্লাহ্‌ হাফেজ————
Next previous home

1 মন্তব্য(গুলি):

  1. উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া Cd/Dvd ড্রাইভ ফিরিয়ে আনুন ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download Now

    >>>>> Download Full

    উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া Cd/Dvd ড্রাইভ ফিরিয়ে আনুন ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download LINK

    >>>>> Download Now

    উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া Cd/Dvd ড্রাইভ ফিরিয়ে আনুন ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download Full

    >>>>> Download LINK

    উত্তরমুছুন