শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

Windows XP পিসিতে যোগ করুন অটোমেটিক রিফ্রেশ ।











 Windows অপারেটিং সিস্টেমের পিসিতে আমরা সাধারণত মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা(F5) প্রেস করে কম্পিউটার রিফ্রেশ করে থাকি। তবে আমরা ইচ্ছে করলে এই কাজটি উইন্ডোজ এর হাতে দিয়ে দিতে পারি। এতে উইন্ডোজ নিজে নিজেই প্রয়োজনে অটোমেটিক পিসি রিফ্রেশ করে নিতে পারবে। এজন্য আপনাকে windows menu+R প্রেস করে run এ গিয়ে regedit লিখে Enter প্রেস করে উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর আনতে হবে। এরপর HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\ Update ঠিকানায় যান। তারপর ডানপাশের UpdateMode অপশনে ডবল ক্লিক করে এখানে ভ্যালু হিসাবে 0 লিখে Ok করুন। এখন উইন্ডোজ রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি স্বয়ংক্রিয় ভাবে অপারেটিং সিস্টেম তা করে নিবে। বি.দ্র: টিপসটি Windows XP অপারেটিং সিস্টেম এর জন্য দেওয়া হয়েছে। কিছুদিন এর মধ্যে Windows 7 ও 8 এর জন্য দেওয়া হবে ।
Next home

1 মন্তব্য(গুলি):

  1. Windows Xp পিসিতে যোগ করুন অটোমেটিক রিফ্রেশ । ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download Now

    >>>>> Download Full

    Windows Xp পিসিতে যোগ করুন অটোমেটিক রিফ্রেশ । ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download LINK

    >>>>> Download Now

    Windows Xp পিসিতে যোগ করুন অটোমেটিক রিফ্রেশ । ~ আইটি সমস্যার সমাধান >>>>> Download Full

    >>>>> Download LINK

    উত্তরমুছুন